তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমি কুমিল্লা শহরের ওপর দিয়ে যাওয়ার সময় বিমান থেকে নিচে তাকিয়ে চিনতেই পারিনি। এতো উন্নত হয়েছে, তা চেনাই কঠিন হয়ে দাঁড়িয়েছে।
বুধবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ইসলামী ব্যাংকিং কার্যক্রম শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমি একদিন চট্টগ্রাম যাচ্ছিলাম বিমানে করে। কুমিল্লা পৌঁছানোর পর নিচে তাকিয়ে চিনতেই পারিনি। এত সুউচ্চ বিল্ডিং আর রাস্তায় এতো এতো গাড়ি তা দেখে বুঝার কোনো উপায় নেই- এটা ঢাকা নাকি চট্টগ্রাম।
হাছান মাহমুদ বলেন, দিন দিন দেশ এতোই উন্নতি হচ্ছে যা বলার বাইরে। এখন গ্রাম আর গ্রাম নেই। গ্রাম হয়ে গেছে শহরের চাইতে উন্নত। গ্রামে গেলে দেখা যায় কতটা ডিজিটাল হয়েছে।
অনুষ্ঠানে আরো ছিলেন- বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাজুল ইসলাম, ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী প্রমুখ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com