কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) রাজী মোহাম্মদ ফখরুলের সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের দ্বন্দ্ব এখন প্রকাশ্য। দুজনের দ্বন্দ্ব নিরসনে আগামীকাল রবিবার ঢাকায় বৈঠকে বসছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন কালের কণ্ঠকে এই তথ্য জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এমপি রাজী ও উপজেলা চেয়ারম্যান আজাদ ছাড়াও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দেবীদ্বারের যাঁরা উত্তর জেলা আওয়ামী লীগের কমিটিতে রয়েছেন, তাঁদেরও বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘তাঁদের ঢাকায় আসতে বলা হয়েছে। আশা করছি, সেখানে সবাই উপস্থিত থাকবেন। বৈঠকে চলমান সমস্যার সমাধান হবে বলে আশা করছি। ’
১৬ জুলাই বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার এক পর্যায়ে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কিল-ঘুষি মারেন। চেয়ারম্যানও এমপির ওপর চড়াও হন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com