কুমিল্লার বরুড়া উপজেলায় পারিবারিক কহলের জেরে বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে রাজধানীর ডেমরা থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়; বৃহস্পতিবার দুপুরে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয় বলে বরুড়া থানার পরিদর্শক ইকবাল বাহার মজুমদার জানান।
১৫ বছর ৭ মাস বয়সী ওই কিশোর উপজেলার চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা গ্রামের বাসিন্দা।
পরিদর্শক ইকবাল বাহার জানান, নিহত ব্যক্তির ভাই বাদী হয়ে বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার নথির বরাতে তিনি জানান, গত ৭ অগাস্ট বাবা-মায়ের ঝগড়ার এক পর্যায়ে তাদের একমাত্র ছেলে বাবার পিঠে ছুরি দিয়ে আঘাত করেন। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার চারদিন পর ১১ অগাস্ট রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে মারা যান।
“গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে ওই কিশোর। পরে তার দেওয়া তথ্যে হত্যায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়।”
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com