বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য সাত ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিসিবি। চুক্তি অনুযায়ী আগামী তিন আসরে অংশ নেবে মালিকানায় থাকা দলগুলো। শুরুতে আগ্রহ না দেখালেও থাকছে কুমিল্লা।
বেক্সিমকো ও জেমকন গ্রুপ এবার দল নেয়নি। তালিকায় নেই আখতার গ্রুপও। আগামী বছরের ৫ জানুয়ারি শুরু হবে নবম আসর।
পরের দুই আসর শুরুর তারিখও চূড়ান্ত। জানুয়ারি-ফেব্রুয়ারি রাখা হয়েছে বিপিএলের স্লট হিসেবে।
দল নিতে আগ্রহ প্রকাশের পর যাচাই-বাছাই শেষে রোববার সাতটি প্রতিষ্ঠান চূড়ান্ত করে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বরিশালের ফ্র্যাঞ্চাইজি হয়েছে যথারীতি ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড, খুলনার মাইন্ডট্রি লিমিটেড, ঢাকার ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেয়েছে প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড, সিলেটের ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড, রংপুরের মালিকানা বসুন্ধরা গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান টগি স্পোর্টস লিমিটেড ও কুমিল্লার মালিকানায় আছে কুমিল্লা লিজেন্ডস লিমিটেড। শুরুতে আগ্রহ না দেখালেও পরে বিপিএলে দল নিতে আগ্রহপত্র জমা দেয় তারা।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com