কুমিল্লার মুরাদনগরের মোহাম্মদ রাশেদুল আলম রোমান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়েস্টক্লিফ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে গিয়েছিলেন। সেখানে হৃদরোগে আক্রান্ত মৃত্যু হয় তার।
মঙ্গলবার দুপুরে রোমানের লাশ মুরাদনগর উপজেলা সদরের দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়িতে পৌঁছায়। মৃত রোমান একই এলাকার সৌদি প্রবাসী আবুল হাসেমের ছেলে। জোহরের নামাজের পর জানাজা শেষে উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে, গত ৩০ আগস্ট বিকেলে যুক্তরাষ্ট্রে হার্ট অ্যাটাক করেন রোমান। পরে লস এঞ্জেলসের হলিউড প্রেসবেটিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় (যুক্তরাষ্ট্রের সময়) তার মৃত্যু হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে তার আত্মীয়রা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশ গ্রহণ করেন।
মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. আল আমিন বাদশা জানান, মোহাম্মদ রাশেদুল আলম রোমান যুক্তরাষ্ট্রে পড়ালেখা করতে গিয়েছিলেন। তিনি সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। রোমান এলাকায় একজন মেধাবী ছেলে হিসেবে পরিচিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com