বিপিএলে ঠিকানা খুঁজে পেলেন মোস্তাফিজুর রহমান। মাশরাফি বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর চতুর্থ প্লেয়ার হিসেবে প্লেয়ার ড্রাফটের আগেই বিপিএলে দল পেলেন মুস্তাফিজ। অফিশিয়াল ঘোষণা না পেলেও পুরনো দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সই তাকে রেখে দিচ্ছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র।
ড্রাফটের আগে একজন দেশী ক্রিকেটার সরাসরি চুক্তিতে অন্তর্ভুক্ত করার সুযোগ রেখেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। সেই সুযোগেই দলটি সরাসরি চুক্তিতে এই বাঁহাতি পেসারকে অন্তর্ভুক্ত করছে। এর আগে দুই পাকিস্তানি তারকা ক্রিকেটার, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিকে নিজেদের দলে ভেড়ায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এই তিনজন ক্রিকেটার বাদে আর কোনো ক্রিকেটারকে এখনো দলভুক্ত করেনি কুমিল্লা। তবে কোচ হিসেবে গতবারের মতো মোহাম্মদ সালাউদ্দিনই থাকছেন। তার সাথে এবারো ইংলিশ কোচ স্টিভ রোডস থাকবেন কি-না তা এখনো চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, বিপিএলের নবম আসর মাঠে গড়াচ্ছে ২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে। ২৩ নভেম্বর হবে প্লেয়ার্স ড্রাফট।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com