ডেস্ক রিপোর্টঃ বৃষ্টির ভাবনা মাথায় ছিল দুই দলেরই। এমন ম্যাচে টসের উপর নির্ভরতা স্বভাবতই বেড়ে যায়। সেই জায়গায় জিতে যায় তামিমের কুমিল্লা। ব্যাটিং সহায়ক উইকেটে আগের ম্যাচে সেঞ্চুরি করা ক্রিস গেইলদের ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা।
তবে গেইল নয়, আসল চমক দেয় জনসন চার্লস। গেইলময় ব্যাটিংয়ে রংপুরকে উড়ন্ত সূচনা এনে দেন তিনি। অন্য প্রান্তে ক্রিস গেইল তখন সময় নিয়ে খেলছিলেন। বিপদ ঘটে তৃতীয় ওভারে।
রান নিতে গিয়ে বলের উপর পা দিয়ে গোড়ালিতে ব্যাথা পান তিনি। প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাট করার জন্য প্রস্তুত হলেও বেশীক্ষণ স্থায়ী হয়নি গেইলের ইনিংস। অফ স্পিনার মেহেদি বলে তুলে মারতে গিয়ে তিন রানে ক্যাচ আউট হন তিনি।
তবে অন্য প্রান্তে জনসনের ঝড় থামেনি। কুমিল্লার বোলারদের টানা বাউন্ডারিতে পাঠিয়ে দলের স্কোর পঞ্চাশ ছাড়িয়ে দেন তিনি। অবশেষে মিরপুরের বৃষ্টিতে থামে চার্লস ঝড়। সাত ওভারে এক উইকেটে ৫৫ রান তুলেছে রংপুর জনসন চার্লস ২৬ বলে ৪৬ রান করেছেন। সাথে আছেন ব্র্যান্ডন ম্যাককালাম।
এখন পর্যন্ত টানা বৃষ্টিতে ম্যাচ মাঠে গড়ানোর সুযোগ দেখা যাচ্ছে না। ম্যাচ অফিসিয়ালসরা রাত ৯.৩০ পর্যন্ত অপেক্ষা করবে বলে জানা গেছে। শেষ পর্যন্ত ৫ ওভারে গড়াতে পারে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ।
তবে পাঁচ ওভারের ম্যাচও মাঠে না গড়াতে না পারলে সুপার ওভারে ম্যাচের ভাগ্য নির্ধারণ করা হবে। সেই জন্য আম্পায়াররা রাত ১০টা পর্যন্ত অপেক্ষা করবে বলে জানা গেছে।
৯.২০ মিনিটির দিকে টানা বৃষ্টি থামায় মাঠের কাভার সরানো হয়। ক্রিকইনফোর সূত্র মতে, পাঁচ ওভারে খেলা হলে কুমিল্লার লক্ষ্য দাঁড়াবে ৬২ রান।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com