গত ১৭ ই অক্টোবর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কনেশতলা মাধ্যমিক বিদ্যালয় বিজ্ঞান বিভাগ এসএসসি পরীক্ষা দিয়েছেন সুমাইয়া আক্তার সুইটি নামের এক শিক্ষার্থী। এসএসসির বাংলা পরীক্ষার দ্বিতীয় পত্রের আগের দিন রাতে তার বাবা আবুল কাশেম মারা যান। বাবার লাশ বাসায় রেখে সুমাইয়া পরীক্ষা দিতে চলে আসে। সুমাইয়ার বাবা পেশায় একজন গাড়ি চালক ছিলেন।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে এসএসসির পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে । খোঁজ নিয়ে নিয়ে জানা যায় সুমাইয়া আক্তার সুইটি এসএসসি পরীক্ষায় জিপিও ৫ পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কনেশতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানান, সুমাইয়া শুধু একজন ভাল শিক্ষার্থী নয় সে একজন ভাল সংগঠকও। সে স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি।
সেমবার (২৮ নভেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী শুভাশিস ঘোষ জানান, আমি সে সময় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে যাই। যখন জানতে পারি মেয়েটি বাড়িতে তার বাবার মরদেহ রেখেই পরীক্ষা দিতে আসছে তখন হলে কর্তব্যরত শিক্ষকদের বলেছি মেয়েটি যেন নার্ভাস না হয়, সেদিকে খেয়াল রাখতে। পরীক্ষা শেষে যেন সুমাইয়াকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
কান্নাজড়িত কণ্ঠে সুমাইয়া বলেন, বাবার স্বপ্ন ছিল আমি যেন শিক্ষক হই। বাবার স্বপ্ন পূরণে তার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিতে যাই। আমার জন্য আপনারা দোয়া করবেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com