চলতি কাতার বিশ্বকাপে শুরুটা হয় ক্রোয়েশিয়ার মতো দলকে রুখে দিয়ে। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে বিশ্বের কাছে নিজেদের জানান দেয় মরক্কো। তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ ছিল কানাডা, তাদেরও হারিয়ে দিল আফ্রিকান দলটি।
এদিকে ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’-এ মরক্কোর এবারের যাত্রা আরও দীর্ঘ হলো। গতকাল শেষ ষোলোতে এডুকেশন সিটি স্টেডিয়ামে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে স্পেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে দলটি।
গড়ে ইতিহাস, প্রথমবারের মতো বিশ্বকাপের এই পর্বে খেলতে যাচ্ছে আশ্রাফ হাকিমি-হাকিম জিয়েখরা। দুর্দান্ত এই জয় হাকিমিরা উদযাপন করলো ফিলিস্তিনের পতাকা হাতে।
সেখানে মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ জানাতে এর আগেও কানাডার বিপক্ষে ম্যাচে জয় উদযাপন করে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে। এবার এই ঐতিহাসিক জয়ও একই ভাবে উদযাপন করে বিশ্বের সামনে ইসরায়েলের বর্বতার বিষয়টি সামনে এনেছে আফ্রিকান দেশ মরক্কো।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com