নিজস্ব প্রতিবেদকঃ গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে গতকাল ১২ ডিসেম্বর বিকেলে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার টিক্কারচর এলাকার গৃহহীন ছিদ্দিকা বেগম এর নতুন ঘরের উদ্বোধন করা হয়েছে । বাংলাদেশ সরকারের গৃহায়ণ তহবিলের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন সংস্থার আদর্শ সদর শাখাধীন কুমিল্লা সিটি কর্পোরেশনের অন্তর্গত টিক্কাচর মহিলা কেন্দ্রের (কেন্দ্র নং: ম- ২৩) গৃহ ঋণী ছিদ্দিকা বেগম এর জন্য ঢেউ টিনের নির্মিত ঘরে প্রবেশ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ফিতাকেটে ঘরটি উদ্বোধন করেন শহর সমাজসেবা কর্মকর্তা মো: মাসুম ভূঁইয়া এবং আদর্শ সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা গৃহায়ণ কমিটির সদস্য-সচিব মোহাম্মদ ছায়েফ উদ্দিন। এই অনুষ্ঠানে একজন গৃহ ঋণীসহ সংশ্লিষ্ট কেন্দ্রের ৩৭ জন নারী সদস্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক এন্ড সিইও সোলতান মোহাম্মদ ইউছুফ, অতিথির বক্তব্য রাখেন সিটিভি নিউজ টুয়েন্টি ফোর এর সম্পাদক ওমর ফারুকী তাপস।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com