সাতক্ষীরায় বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা কোরআন শরীফের দুই দিনব্যাপী প্রদর্শনীর আজ শেষ দিন। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে কোরআন শরীফ প্রদর্শনীর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
সাতক্ষীরা শহরের মসজিদে কুবা কমপ্লেক্সে দ্বিতীয় দিনের মতো আজও প্রদর্শনীর কার্যক্রম শুরু হয়েছে। হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ কোরআন শরীফটি দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন আসছে।
বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা কোরআন শরীফের লেখক হাবিবুর রহমান সাতক্ষীরা কোর্ট সংলগ্ন এলাকার বাসিন্দা।
কোরআন শরীফ প্রদর্শনী কমিটি জানায়, বিশ্বের সর্ববৃহৎ এই কোরআন শরীফটি দেখতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ ছুটে আসছেন।
লেখক হাবিবুর রহমান বলেন, কোরআন শরীফটি লিখতে দীর্ঘ ৬ বছর ৮ মাস সময় লেগেছে। কোরআন শরীফটির দৈর্ঘ্য ১১ ফুট, প্রস্থ ১৭ ফুট ৪ ইঞ্চি, ১৪২ পৃষ্ঠা এবং আয়াত রয়েছে ৬ হাজার ৬৬৬টি। কোরআন শরীফটির ওজন ৪০৫ কেজি।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com