মৃত মায়ের স্বপ্ন পূরণে কুমিল্লায় হেলিকপ্টারে চড়ে বউ আনলেন আবদেল মাহিন (৩০) নামে এক সুইজারল্যান্ড প্রবাসী। বর আবদেল মাহিন জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের মৃত তাজুল ইসলাম মাস্টার ও মৃত শামসুন্নাহারের ছেলে।
কনে জান্নাতুল বাকী তানজিনা আদর্শ সদর উপজেলার ধনুয়াখোলা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলমের (সি.আই.পি) কন্যা।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে বরযাত্রী নিয়ে আদর্শ সদর উপজেলার ধনুয়াখোলা গ্রামে কনের বাড়িতে যান মাহিন। পরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বউ নিয়ে হেলিকপ্টারে চড়ে আবার নিজ বাড়ি অশ্বদিয়ায় ফিরে আসেন।
ওই এলাকায় এটিই সর্বপ্রথম কোনো হেলিকপ্টারে বউ আনার দৃশ্য। এ উপলক্ষে হেলিকপ্টারে বউ আনা দেখতে স্থানীয় অশ্বদিয়া মুন্সী বাড়ির পাশে মাঠে উৎসুক জনতা ভিড় করেন। কনের বাড়ি ধনুয়াখোলা গ্রামেও হেলিকপ্টার দেখতে সেখানেও প্রচুর জনসমাগম হয়।
বরের দুই বড় ভাই সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন ও জজকোর্টের আইনজীবী আবদুছ সবুর এবং কুমিল্লা জজকোর্টের আইনজীবী ওমর খায়ের বলেন, আমরা ৪ ভাই। মাহিন সবার ছোট। মা জীবিত থাকতে আমাদের কোনো এক ভাইকে হেলিকপ্টারে বউ আনার স্বপ্ন দেখিয়েছিলেন। আমাদের সবার ছোট ভাই মাহিন মায়ের স্বপ্ন পূরণ করেছে। মা জীবিত থাকলে অনেক খুশি হতেন। আমাদের পরিবার আজ খুবই খুশি।
বর আবদেল মাহিন বলেন, হেলিকপ্টারে বউ আনার অনুভূতি বলে প্রকাশ করা যাবে না। আমি সুইজারল্যান্ড থাকতেই মায়ের স্বপ্নের কথা ভেবে ঠিক করেছিলাম হেলিকপ্টারে চড়ে বিয়ে করবো। আলহামদুলিল্লাহ আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি। আমি সবার কাছে দোয়া চাই।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com