কুমিল্লার চান্দিনা উপজেলায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে ১৬০ কোমলমতি শিশু-কিশোর পুরস্কার পেয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) চান্দিনা উপজেলার দারোরা মাদরাসার মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে ‘পরিবর্তন’ সমাজসেবা ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে উপজেলার দারোরা, হোসেনপুর, সাকুচ এবং কেগলা গ্রামের ১৬০ শিশু কিশোরকে এই পুরস্কার দেয়। এদের মধ্যে ২২ জনকে সাইকেল, ১ জনকে সেলাই মেশিন, ৫ জনকে শিক্ষা বৃত্তি, ৯২ জনকে বুক সেল্ফ এবং ৪০ জনকে বই পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি চান্দিনার সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
পরিবর্তন সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের শিশু কিশোরদেরকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখা ও জামাতে নামাজ আদায়ে অভ্যস্থ করানোর লক্ষ্যে এলাকার ২০ মসজিদে ৭ থেকে ১৫ বছরের শিশু কিশোরদের নিয়ে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ের কর্মসূচি আয়োজন করা হয়। এতে ২৮০ শিশু কিশোর অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত ১৬০ জন সফলভাবে সমাপ্ত করে।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালকগণের মধ্যে সঞ্চালনা করেন— মাও. ওমর ফারুক মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইঞ্জি. সাইফুল ইসলাম জে এইচ সুমন, ইঞ্জি. তাফাজ্জল হোসেন, সোহেল রানা, হাবিবুর রহমান, মোক্তার হোসেনসহ প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি, গল্লাই ইউনিয়ন ১০ নম্বর চেয়ারম্যান শাহজাহান মিয়া, চান্দিনার উপজেলার আর ৮ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— দারোরা মাদ্রাসার মোহতামিম ও পরিবর্তন সমাজসেবা ফাউন্ডেশন উপদেষ্টা হাফেজ মাও. আহামদুল্লাহ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com