বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) তিনি এই সিদ্ধান্ত বিসিবিকে জানিয়ে দিয়েছেন। ভারতের বিপক্ষে নিজেদের মাটিতে টেস্টে ২-০ তে সিরিজ হারার পরই জাতীয় দল থেকে পদত্যাগ করলেন এই আফ্রিকান কোচ। সুত্র: ইএসপিএন ক্রিকইনফো।
এরই মধ্যে বড়দিন উদযাপন করতে ডমিঙ্গো দক্ষিণ আফ্রিকায় চলে গেছেন। এরপরই বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, তারা ডমিঙ্গো থেকে সড়ে আসছেন।
এদিকে চুক্তি অনুসারে ডমিঙ্গোর কোচিংয়ের মেয়াদ এখনও তিন মাস বাকি রয়েছে। যদিও চুক্তি শেষ হওয়ার আগে ডমিঙ্গোকে বিদায় দেয় বোর্ড তবে প্রায় ৫০ হাজার ডলারেরও বেশি অর্থ জরিমানা দিতে হবে বিসিবিকে। কারণ ডমিঙ্গোর মাসিক স্যালারি সব খরচ বাদে ১৮ হাজার ডলার করে। অবশ্য বিসিবি চাইলে এই সময়ের মধ্যে ডমিঙ্গোকে অন্য কাজে লাগাতে পারে।
ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বাংলাদেশে আসবে ইংল্যান্ড। তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ শুরু হবে ১ মার্চ। টি-টোয়েন্টির দায়িত্ব সামলাতে এর আগেই যোগ দেবেন শ্রীধরণ শ্রীরাম। তাকে ওয়ানডের দায়িত্ব দিলেও অবাক হওয়ার থাকবে না।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com