কুমিল্লা নগরীতে নির্মাণাধীন ১০তলা ভবন থেকে এক নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর হাউজিং এস্টেট এলাকার নির্মাণাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয় হয়েছে বলে জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন।
নিহত আবদুস সালাম (৬০) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মুমিনগঞ্জ গ্রামের প্রয়াত পনির উদ্দিনের ছেলে।
তিনি পরিবার নিয়ে কুমিল্লার ওই এলাকায় বসবাস করতেন। পরিবারের সদস্যদের দাবি, সালামকে হত্যা করা হয়েছে।
নিহতের ছেলে জাহিদ হাসান বলেন, “গত বুধবার ভবন পাহারা দেওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত ছুরি ঠেকিয়ে বাবার কাছ থেকে ছয় থেকে সাত হাজার টাকা নিয়ে যায়। ঘটনার দিন আমি ঢাকা ছিলাম। মোবাইল ফোনে বাবা জানান, তুই এলাকায় আসলে ছেলেগুলাকে চিনিয়ে দিব। আজ নির্মাণাধীন ভবনে বাবার মরদেহ পড়ে থাকার খবর পাই।
“ধারণা করছি, ওই দুর্বৃত্তরাই বাবাকে শুক্রবার রাতের কোনো এক সময় খুন করেছে।”
ভবনটির শ্রমিকরা জানান, শনিবার সকাল ১০টার দিকে ছয় তলায় কাজ করতে গিয়ে সালামের রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ কর্মকর্তা কামরান হোসেন বলেন, “নিহতের হাতে ও কপালে ক্ষতের চিহ্ন আছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। আমরা ঘটনাটি তদন্ত করছি।”
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com