এবার এক দিন বিরতি শেষে মিরপুর শেরেবাংলায় চলছে সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ। এ ম্যাচের প্রথম ইনিংসে ফিল্ডিং করতে গিয়ে এক কাণ্ড ঘটান সিলেটের নাজমুল হোসেন শান্ত। সীমানায় ক্যাচ নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যান এক ক্যামেরাম্যানের ওপর! তবে এ ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি।
এদিকে কুমিল্লার ইনিংসের তখন চতুর্থ ওভার চলছে। বোলিং করছেন সিলেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার গুড লেন্থের একটা ডেলিভারি ফ্লিক শটে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে উড়িয়ে মারেন ডেভিড মালান। সীমানার কাছে দাঁড়িয়ে থাকা নাজমুল হোসেন শান্ত ছক্কা বাঁচাতে গিয়ে নিজেকে শূন্যে ছুড়ে দেন।
বল ধরে ভেতরে ছুড়ে দিয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সীমানার বাইরে থাকা ক্যামেরাম্যানের ওপর উল্টে পড়ে যান! এ ঘটনায় বেশ বিনোদিত হয়েছেন দর্শকরা। তবে শান্ত, ক্যামেরাম্যান কিংবা ক্যামেরার কোনো ক্ষতি হয়নি।
ওই বলে ২ রান নেন মালান। শান্ত পরে মাঠে প্রবেশ করে নিজেই বল উইকেটকিপারের কাছে পাঠান। ক্যামেরাম্যানও একজনের সহায়তায় উঠে সাথে সাথে নিজের কাজ শুরু করেন। পরে ব্যাটিংয়ে নেমে ২১ বলে ১৯ রান করে আউট হন শান্ত।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com