কুমিল্লার লাকসাম উপজেলায় অবৈধভাবে ফসলি জমি থেকে ড্রেজিং মেশিনের মাধ্যমে মাটি কাটা বন্ধ করতে গিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাদের হামলার শিকার হয়েছেন ভূমি অফিসের নায়েবসহ তিন কর্মকর্তা।
রোববার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার গাজীমুড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতরা হলেন, দৌলতগঞ্জ পৌর এলাকার ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নাজমুল হাসান, অফিস সহায়ক জসিম উদ্দিন ও মুন্সী আতাউর রহমান।
স্থানীয় সূত্র জানায়, লাকসামে অবৈধভাবে ফসলি জমিতে ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে গাজীমুড়া এলাকার একটি চক্র বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি কাটায় বাধা দিতে গেলে লাকসাম পৌরসভার ৭ ওয়ার্ড যুবলীগের সভাপতি নুরে আলম সোহাগের নেতৃত্বে ২০-২২ জন অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে ভূমি অফিসের নায়েবসহ তিনজন আহত হন। তাদের মধ্যে অফিস সহায়ক জসিম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক।
তবে অভিযুক্ত যুবলীগ সভাপতি নুরে আলম সোহাগ বলেন, অভিযানে এসে ভূমি অফিসের কর্মকর্তারা টাকা দাবি করেন। টাকা না পেয়ে তারা ড্রেজিং মেশিনে আঘাত করেন। এসময় হাতাহাতির ঘটনা ঘটে।
লাকসামের সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান বলেন, ভূমি অফিসের কর্মকর্তাদের পরিদর্শনে পাঠানো হয়েছিল। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে বাধা দিতে গেলে তাদের ওপর হামলা করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, হামলার পর ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com