বিপিএল খেলতে মোহাম্মদ রিজওয়ান এখন বাংলাদেশে। এখানে তার ভক্ত-সমর্থকের সংখ্যা নেহায়েত কম নয়। ফর্মের তুঙ্গে থাকা এই ক্রিকেটার বাংলাদেশে নিজেকে নিংড়ে দিতে মরিয়া। তা শুধু মাঠের ক্রিকেটেই নয়, সংস্কৃতি আত্মস্থ আর ভালোবাসা প্রদানের দিক থেকেও।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল মাতানো পাকিস্তানি এই ওপেনার ও উইকেটরক্ষক ব্যাটারের কাছে কুমিল্লা এখন পরিবার। বাংলায় খুব একটা পারদর্শী নন। সংবাদ সম্মেলনে এসে তাও ভাঙা ভাঙা কিছু শব্দ বলার চেষ্টা করলেন। এরপর সরল স্বীকারোক্তি- আমি বাংলা পারি না।
রিজওয়ান বলেন, 'আমি বাংলা পারি না। শুধু এটা পারি- কেমন আছো? আমি ভালো আছি। অবশ্য বাংলা শেখার চেষ্টা করছি। ভালো আছি, কেমন আছো, ভালো খুব ভালো...'
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতো দল পেয়ে বেশ খুশি রিজওয়ান। তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ। বিপিএলে আমি আত্মবিশ্বাসী। কুমিল্লা আমাকে অনেক দিচ্ছে। আমরা একটি পরিবারের মতো। শুধু আমি না, সব খেলোয়াড়ের কাছেই কুমিল্লা পরিবারের মতো। মাঠে পারফর্ম করলে সবারই ভালো লাগে, আত্মবিশ্বাসী লাগে।'
রিজওয়ানের জাতীয় দলের সতীর্থ নাসিম শাহও কুমিল্লায় যোগ দিয়েছেন, যিনি পরের ম্যাচ থেকেই মাঠে নামার কথা রয়েছে। নাসিমের সাথে মিলে রিজওয়ান জয় এনে দিতে চান কুমিল্লাকে, 'আমি তাকে বলেছি- এই দলটা পরিবারের মতো। বিপিএল হোক, এসএ-২০ বা অন্য যেকোনো লিগ, দলকে মনে করতে হবে পরিবার। নাসিম আমার জাতীয় দলের সতীর্থ। জাতীয় দলেও আমাদের দারুণ কম্বিনেশন। আমরা দুজন আবার একই শহরের। আলহামদুলিল্লাহ, আমার ও নাসিমের মধ্যে বোঝাপড়াও ভালো। ইনশাআল্লাহ্ আমরা দুজন মিলে কুমিল্লাকে জেতাতে পারব।'
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com