পবিত্র ওমরাহ পালন করলেন দাঈ এবিত লিউ
মালয়েশিয়ার আলোচিত দাঈ এবিত লিউ মাত্র দিন কয়েক আগেই বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশে ইজতেমায় যোগদান শেষে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় উড়াল দেন তিনি। এরপর সেখানে গিয়ে ওমরাহ করেছেন মালয়েশিয়ান এই দাঈ।
বুধবার (২৫ জানুয়ারি) ওমরাহ পালনের বিষয়টি নিজের ভেরিফায়েড পেজে নিশ্চিত করেছেন লিউ। সেখানে পবিত্র কাবাঘরের সামনে দাঁড়ানো অবস্থায় একটি ছবি দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে লিউ লেখেন, ‘আলহামদুলিল্লাহ মাত্র ওমরা শেষ করলাম। যার ইচ্ছা আছে নিচে লিখতে পারেন। ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করি। আল্লাহ আমাদের এখানে আসার জন্য বেছে নিন।’
প্রসঙ্গত, মালয়েশিয়ার সাধারণ মানুষের কাছে এবিট লিউ ‘মানবতার ফেরিওয়ালা’ নামে পরিচিত। কারণ কারও বিপদে-আপদের খবর শুনলেই সহযোগিতার হাত বাড়িয়ে ছুটে চলেন তিনি। এবিট লিউ মূলত একজন মালয়েশিয়ান চাইনিজ মুসলিম। তিনি মালয়েশিয়ার একজন ইসলামি উদ্যোক্তা এবং ধর্ম প্রচারক। তার পুরো নাম-এবিট ইরাওয়ান বিন ইব্রাহিম লিউ। ১৯৮৪ সালের ২১ ডিসেম্বর মালয়েশিয়ার পাহাং রাজ্যে তিনি জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম মুয়াডজম শাহে লিউ ইউ পাউ। ১১ জন ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়।