দেশের তুমুল জনপ্রিয় এক ব্যক্তিত্ব মিজানুর রহমান আজহারী। দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে মাহফিল করেন তিনি। মূলত বিভিন্ন সমস্যা নিয়ে ইসলামের আলোকে বয়ান করে ব্যাপক পরিচিতি পান এই বক্তা। তবে ২০২০ সালে সবধরনের তাফসির মাহফিল থেকে নিজেকে প্রত্যাহার করেন আজহারী। পরে মালেশিয়ায় চলে যান তিনি। দেশটিতে গবেষণা কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন এই আলেম।
তবে সেখানেও তার ইসলাম ধর্ম নিয়ে প্রচারণা থেমে থাকে নি। নিজ দেশের মতো বাহিরের দেশেও গবেষণার পাশাপাশি বাংলা ভাষাভাষী প্রবাসীদের মাঝে ইসলাম ধর্ম নিয়ে প্রচারণা চালাচ্ছেন আজহারী। এরই ফাঁকে মালয়েশিয়ার আলোচিত দাঈ এবিত লিউয়ের সঙ্গে দেখা করেছেন তিনি। আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন এবিত লিউ। এক পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর সঙ্গে নিজ বাড়িতে দেখা করতে পারলাম ৷ তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য এবং সবার প্রিয় আলেম ও বক্তা ৷
এবিত লিউ লিখেছেন, আমি আজহারীকে খুবই পছন্দ করি ও ভালবাসি ৷ তার চরিত্র ও জ্ঞান খুবই উত্তম। আল্লাহপাক উনাকে নেক হায়াত দান করুক এবং সবসময় সুস্থ রাখুক। পোস্ট করা ছবিতে দেখা যায়, আজহারীর সঙ্গে কোলাকুলি করছেন এবিত লিউ। সেই সঙ্গে নিজ হাতে তাকে খাবার পরিবেশন করছেন তিনি। এসময় দুজনকে বেশ হাসিখুশি দেখা গেছে।
উল্লেখ্য, গেল ১৮ জানুয়ারি এবিত লিউ বিশ্ব ইজতেমায় অংশ নিতে ঢাকায় এসেছিলেন। সেসময় তিনি একটি রেললাইনের পাশে বাস করা মানুষের মাঝে খাবার বিতরণ করেন। শুধু তাই নয়, নিজ হাতে পথশিশুদের খাইয়ে দেন মালয়েশীয় দাঈ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com