পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার শহীদ আফ্রিদির মেয়ের জামাই হলেন বর্তমান সময়ের তারকা পেসার শাহিন আফ্রিদি। দুই বছর আগেই আফ্রিদি কন্যা আনশার সঙ্গে বাগদান সেরেছিলেন তিনি। এরপর শুক্রবার (৩ জানুয়ারি) শহীদ আফ্রিদির দ্বিতীয় মেয়ে আনশা আফ্রিদিকে বিয়ে করেছেন শাহিন।
শুক্রবার করাচির জাকারিয়া মসজিদে গাঁটছড়া বাঁধেন তারা। বিয়ে পড়ানোর পর ডিএইচএ গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে এই দম্পতির সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহিন-আনশার বিয়েতে বসেছিল তারকার মেলা। বাবর আজম, সরফরাজ আহমেদ, নাসিম শাহসহ আরো অনেক ক্রিকেটারই হাজির হয়েছিলেন শাহিনের দাওয়াতে। সাবেকদের মধ্যে ছিলেন শহীদ আফ্রিদির দীর্ঘদিনের সতীর্থ মোহাম্মদ হাফিজ।
গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই হাঁটুর ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন শাহিন। ইনজুরি থেকে ফিট হতে পুনর্বাসনপ্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এই পেসার। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে মাঠে ফিরবেন তিনি। বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সকে নেতৃত্ব দেবেন শাহিন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com