এবার কোয়েটায় প্রদর্শনী ম্যাচে এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড করেছেন ইফতিখার আহমেদ। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে দুর্দান্ত সময় কাটিয়ে দেশে ফিরে আবার ব্যাট হাতে ঝড় তুললেন ইফতিখার। কোয়েটার বুগতি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম।
এদিন ইনিংসের দ্বিতীয় ওভারে আহসান আলী এবং উমর আকমলকে আউট করে জালমিকে নিখুঁত সূচনা দেন ওয়াহাব রিয়াজ। কিন্তু কোয়েটা ইনিংসের শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে লড়াকু স্কোর দাঁড় করায়। ইনিংসের শেষ ওভারে ওয়াহাব রিয়াজকে ছয়টি ছক্কা মেরে কোয়েটাকে বড় সংগ্রহে নিয়ে যান ইফতিখার।
৫০ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটার। এছাড়া মিডল অর্ডার ব্যাটার খুশদিল শাহ ২৪ বলে ৩৬ রান, অন্যদিকে ওপেনার আব্দুল ওয়াহিদ বাংলাজাই ১৯ বলে ২৮ রান করেন। মাত্র ৪ রান করা কোয়েটার অধিনায়ক সরফরাজ আহমেদকে বোল্ড করেন আমির জামাল। ওয়াহাব রিয়াজ তিনটি উইকেট নিলেও চার ওভারের পুরো কোটায় ৪৭ রান দেন।
আজ সকাল ৯টা নাগাদ গেট বন্ধ হয়ে যাওয়ার কথা বলায় ভক্তরা সকাল থেকেই স্টেডিয়ামে হাজির হন। ক্রিকেট তারকাদের কাছ থেকে দেখতে স্টেডিয়ামে প্রবেশের জন্য ভিড় জমান সকাল থেকেই। প্রচণ্ড ভিড়ের কারণে, হট্টগোলের কারণে খেলা বন্ধ রাখতে হয় আয়োজকদের। পরে দুর্ঘটনা এড়াতে ধীরে ধীরে দর্শকদের স্টেডিয়ামে ঢুকতে দেয় নিরাপত্তাকর্মীরা।
কোয়েটা গ্ল্যাডিয়েটরস একাদশ: সরফরাজ আহমেদ (অধিনায়ক), আহসান আলী, বিসমিল্লাহ খান, উমর আকমল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, আইমল খান, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন, উমাইদ আসিফ, আবদুল ওয়াহিদ বাংলাজাই
পেশোয়ার জালমি একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, সাইম আইয়ুব, হাসিবুল্লাহ, আজম খান, আমির জামাল, উসামা মীর, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, সালমান ইরশাদ
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com