আগেভাগেই বিপিএলের প্লে-অফ নিশ্চিত হয়ে যাওয়ায় কোয়ালিফাইয়ার রাউন্ডে খেলতে পয়েন্ট টেবিলে শীর্ষ দুইয়ে চোখ সেরা চার দলের। নিজেদের শীর্ষ দুইয়ে রাখার লক্ষ্য নিয়েই আজ লিগ পর্বে নিজেদের ১১তম ম্যাচে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হবে বরিশাল ও কুমিল্লা।
এখন পর্যন্ত ১১ ম্যাচে ৮টি জয় ও ৩টি হারে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিলেট স্ট্রাইকার্স। ১০ ম্যাচে ৭ জয় ও ৩ হারে সমান ১৪ করে পয়েন্ট আছে বরিশাল ও কুমিল্লার। রান রেটে কুমিল্লার চেয়ে এগিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে বরিশাল। বরিশালের রানরেট ০.৭৫৫। কুমিল্লার রানরেট ০.৪৪৯। শীর্ষে থাকা সিলেটের রানরেট ০.৭১০। এক্ষেত্রে সিলেটের চেয়েও এগিয়ে বরিশাল।
কুমিল্লাকে হারালে রানরেটে এগিয়ে থাকায় সিলেটকে টপকে শীর্ষে উঠে যাবে বরিশাল। অন্যদিকে, বরিশালকে হারালে দ্বিতীয়স্থানে উঠবে কুমিল্লা। বড় ব্যবধানে জিতলে তখন সিলেটকে টপকে শীর্ষে উঠার সুযোগ আছে কুমিল্লার সামনেও। রানরেটে সিলেটের চেয়ে পিছিয়ে কুমিল্লা।
এই মুহুর্তে দারুন ছন্দে রয়েছে কুমিল্লা। টানা তিন হার দিয়ে এবারের বিপিএল শুরু করলেও, পরবর্তীতে টানা সাত জয় তুলে নিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে কুমিল্লা। প্রথম পর্বে বরিশালের কাছেই ১২ রানে হেরেছিলো কুমিল্লা। এবার বরিশালের বিপক্ষে প্রতিশোধের সুযোগ পাচ্ছে কুমিল্লা।
অধিনায়ক সাকিব আল হাসানের বিধ্বংসী ব্যাটিং নৈপুন্যে প্রথম পর্বে কুমিল্লাকে হারায় বরিশাল। ব্যাট হাতে ৪৫ বলে অনবদ্য ৮১ রানের ইনিংস খেলেছিলেন সাকিব। বল হাতে ৩ ওভারে ১১ রানে ১টি উইকেটও ছিলো সাকিবের। চলমান বিপিএলে এখন পর্যন্ত ৯ ইনিংস ব্যাট করে ৩ হাফ সেঞ্চুরিতে ৩৪৭ রান করেছেন সাকিব। উইকেট নিয়েছেন ৭টি।
৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে ওমরাহ পালন করতে সৌদি আরব যান সাকিব। ওমরাহ পালন শেষে গতকাল দেশে ফিরেছেন বরিশালের এই অধিনায়ক। আজ কুমিল্লার বিপক্ষে ম্যাচে মাঠে দেখা যাবে সাকিবকে। এমনটাই জানিয়েছে বরিশাল কৃর্তপক্ষ।
বরিশালের হয়ে আজই আসরে নিজের শেষ ম্যাচ খেলতে নামছেন পাকিস্তানি ব্যাটার ইফতিখার আহমেদ। পিএসএলে খেলতে বিপিএলের বাকি অংশে খেলবেন না ইফতিখার। বরিশালের মিডল-অর্ডারে অন্যতম ভরসার নাম ইফতিখার। ১০ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৩ হাফ সেঞ্চুরিতে সাকিবের সমান ৩৪৭ রান করেছেন এই পাকিস্তানি।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com