ইতিবাচকতা ছড়িয়ে দিতে এবং সম্প্রীতিকে উৎসাহিত করতে ১৪ ফেব্রুয়ারি ‘গরু আলিঙ্গন দিবস’ উদযাপন করার জন্য অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ভারতের পশু কল্যাণ বোর্ড। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে কেন্দ্রীয় পশুপালন দপ্তর। বিজ্ঞপ্তিতে পশুপালন দপ্তরের সচিব এসকে দত্তের সইও রয়েছে।
পশুপালন দপ্তরের তরফ থেকে জারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা সকলেই জানি ভারতীয় সংস্কৃতি এবং গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড গরু। আমাদের কাছে এদের পরিচয় গোমাতা এবং কামধেনু। কারণ, এরা আমাদের কাছে মায়ের সমান। পশ্চিমী সংস্কৃতির দাপটে বৈদিক সংস্কৃতি ধ্বংসের পথে। বিনষ্ট করছে আমাদের ঐতিহ্য ও পরম্পরা। গরুর থেকে আমরা নানাভাবেই উপকৃত হয়েছি।
তাই, আসন্ন ভালোবাসা দিবসে গরুকে জড়িয়ে ধরার আহ্বান জানাই। এর ফলে গরুর সঙ্গে আমাদের সম্পর্ক আরও মজবুত ও সুদৃঢ় হবে। আগামী দিনে আমাদের জীবন আরও উন্নত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নোটিশ জারি করা হয়েছে বলেও জানান কর্মকর্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নোটিশ জারি করা হয়েছে বলেও জানান কর্মকর্তারা।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com