আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের স্মরণে আজ ১০ ফেব্রুয়ারি শুক্রবার বিপিএলে ছিল বিশেষ আয়োজন। সকল ক্রিকেটার বাংলা বর্ণমালা সংবলিত বিশেষ বাহুবন্ধনী পরে মাঠে নামেন। এ ছাড়া ম্যাচের আগে ও পরে সংবাদ সম্মেলনে বাংলা ভাষায় কথা বলার নির্দেশনা ছিল।
সেই অনুযায়ী সংবাদ সম্মেলনে প্রবেশ করেই বাংলায় ‘বাঙালি ভাষা’ ‘কেমন আছ?’–এই চারটি শব্দ উচ্চারণ করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। কিন্তু কেন তিনি সংবাদ সম্মেলনে বাংলা বলছেন কিংবা হাতে বর্ণমালা সংবলিত ব্যাজ পরেছেন সে বিষয়ে কিছুই জানেন না!
রংপুর রাইডার্সের বিপক্ষে ৭০ রানের জয়ের পর সংবাদ সম্মেলনে মোহাম্মদ রিজওয়ানকে প্রশ্ন করা হয়, আজকের এই বিশেষ উপলক্ষ সম্পর্কে তিনি কী জানেন? জবাবে রিজওয়ান বলেন, ‘সত্যি বলতে আমি জানি না আমি কেন পরেছি? আজ বাংলাদেশের জন্য বিশেষ কোনো দিন হয়ে থাকলে আমি শুভ কামনা জানাচ্ছি। আমি বাংলাদেশে অনেক ভালোবাসা পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘কোচিং স্টাফ, আমার টিমমেট এবং বিশেষ করে বাংলাদেশের জনগণের কাছ থেকে। পেশোয়ারে আমি যেমন ভালোবাসা পেয়ে থাকি, এখানেও তাই পাচ্ছি। আমি জানি না আজকের দিনটি বাংলাদেশের জন্য ঠিক কী কারণে বিশেষ দিন, তবে আমি বাংলাদেশের জনগনকে শুভেচ্ছা জানাই। আসলে দলের সবাই যেহেতু এই বাহুবন্ধনী পরেছে, তাই আমিও পরেছি। ঠিক জানি না কেন পরেছি।’
এ সময় একজন সাংবাদিক রিজওয়ানকে জানিয়ে দেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই বিশেষ আয়োজন করা হয়েছে বিপিএলে। শুনে রিজওয়ান বলেন, ‘ঠিক আছে।’
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com