প্রথম সংসারে বিচ্ছেদের চার মাসের মাথায় গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারের সঙ্গে বিয়ের ঘোষণা দেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। সে সময় বিষয়টি নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়। কারণ রাকিব সরকার বিবাহিত ছিলেন। তার সন্তানও ছিল। মাহির সঙ্গে বিয়ের আগে সেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল কিনা- তাও ছিল অস্পষ্ট। এরপর রাকিবের সঙ্গে সংসারের প্রায় দেড় বছর পার করেছেন মাহি। দীর্ঘ সময়ে বিষয়টি নিয়ে কোনো কথাই সামনে আনেননি রাকিব-মাহি জুটির কেউ।
তবে এবার রাকিবের এক ফেসবুক পোস্টকে ঘিরে বিষয়টি সামনে এসেছে। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন রাকিব সরকার। রাকিব লেখেন- ‘আমার একমাত্র বউয়ের চিত্রগ্রাহক আমি। ’ সেই পোস্টে একজন মন্তব্য করেন, ‘দুই মাত্র হবে কাকা। ’ এই মন্তব্যের জবাবে রাকিব লেখেন, ‘আমার বউ একটাই, ডিভোর্সের পর বউ থাকে না। ’ পরে শনিবার স্বামী রাকিবের সেই পোস্ট এবং ওই মন্তব্যকারীকে দেওয়া পালটা জবাবের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে পোস্ট করেন মাহি।
সেখানে ক্যাপশনে মাহি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আজকের তারিখটা স্বর্ণাক্ষরে লিখে রাখব, প্রিয় ডায়েরিটাতে। তোমার এই একটা লাইন কথার জন্য আমি যুগ যুগ ধরে অপেক্ষা করেছিলাম। প্রিয়তম, তোমার এই একমাত্র বউয়ের একমাত্র ব্যক্তিগত চিত্রধারক মৃত্যু পর্যন্ত তুমিই থাকবে ইনশাআল্লাহ। অনেক ভালোবাসি তোমাকে। ’
প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি স্বামীর সঙ্গে নিজেও রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন মাহি। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। কিন্তু তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com