কুমিল্লার বুড়িচং উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবা আব্দুল মালেককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে সেলিমের বিরুদ্ধে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের পারুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল মালেকের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পলাতক রয়েছেন ছেলে সেলিম।
স্থানীয় আবু ইউসুফ বলেন, টাকা পয়সা নিয়ে পারিবারিক কলহের জেরে মায়ের কথায় বাবাকে মারধর করেন ছেলে সেলিম। একপর্যায়ে ছেলের লাঠির আঘাতে মারা যান বাবা আব্দুল মালেক। পরে ঘটনাস্থলে পুলিশ এলে পাসপোর্ট নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান সেলিম।
বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় নিহতের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেফতার চেষ্টা চলছে বলে জানান তিনি।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com