চট্টগ্রাম থেকে কন্টেইনারে করে মালয়েশিয়া চলে যাওয়া কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের প্রতিবন্ধী কিশোর রাতুল (১৪) মারা গেছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। রাতুল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ছেলেটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। সে সাঁতার জানত না।’ রাতুলের বাবা ফারুক মিয়া বলেন, ‘আমরা সবাই ধানের কাজে ব্যস্ত ছিলাম। দুপুরে রাতুল একা গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।’
উল্লেখ্য, চলতি বছরের ১২ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে ‘এমভি ইন্টেগ্রা’ নামের একটি জাহাজ মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ১৬ জানুয়ারি মালয়েশিয়ার কেলাং বন্দরে জাহাজের একটি খালি কনটেইনারের ভেতর থেকে মানুষের শব্দ শুনতে পান নাবিকরা। এরপরই কেলাং বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান তারা। ১৭ জানুয়ারি জাহাজটি জেটিতে এনে কনটেইনার খুলে কিশোর রাতুলকে উদ্ধার করা হয়। অভিবাসন বিভাগের প্রক্রিয়া শেষে গত ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় রাতুল। পরদিন সন্ধ্যায় বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফিরে সে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com