দেশের নারী ক্রিকেটের বড় তারকা জাহানারা আলম। দীর্ঘদিন ধরে জাতীয় দলের হাল ধরে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তিনি বাংলাদেশের অনেক ঐতিহাসিক জয়ের সাক্ষীও। ক্রিকেটের বাইরে এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন তিনি। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জাহানারা জানান, বিয়ের জন্য ভালো ছেলের খোঁজে রয়েছেন তিনি।
বিয়ে করছেন কবে, এমন প্রশ্নের জবাবে জাহানারা বলেন,‘আমাদের ক্রিকেটের যে অবস্থা আমি দুইটা বিশ্বকাপ খেলতে চায়। একটা খেলেছি, আরেকটা ২০২৫ সালে। সেই বিশ্বকাপটা খেলি, এরপর দেখি পাবলিক তখনও আমাকে চায় কিনা। যদি ভালো কোনো ছেলে পায়, আমার ম্যাচিং এবং আল্লাহ যদি ইচ্ছে করেন। এরপরও যদি সম্ভব না হয় তখন বিয়ে নিয়ে সভা করবো।’ পছন্দের কেউ আছে কিনা-এমন প্রশ্নের জবাবে জাহানারা বলেন, ‘এটা গোপন ব্যাপার, এখনই প্রকাশ করতে চাচ্ছি না।’
২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়ই জাহানারার ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন বলে জানান তিনি। এ প্রসঙ্গে জাহানারা বলেন, ‘এটা আমাদের জন্য বড় অর্জন, বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় অর্জন। আয়ারল্যান্ডের বিপক্ষে আমার পাঁচ উইকেট পাওয়াটাও বড় ব্যাপার। শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারতের মতো বড় দলগুলোর বিপক্ষে জয়ও বিশেষ কিছু।’
তিনি আরও বলেন, ‘আমাদের সমমানের যে দলগুলো রয়েছে সেগুলো থেকে পয়েন্ট আদায়ের চেষ্টা করবো আমরা। আমরা যদি কিছু পয়েন্ট নিয়ে এগিয়ে থাকতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের বাছাই পর্ব খেলতে হবে না এবং আমাদের র্যাংকিংও বেশ ভালো হবে।’
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com