কুমিল্লা সদর দক্ষিণে ১০০ টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীর ছুরিকাঘাতে কাজী মারুফ নামে এক কিশোর হত্যার ঘটনায় অভিযুক্ত রাব্বি হোসেনকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার দুপুরে র্যাব-১১ এর কুমিল্লা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাব্বি হোসেন মারুফকে খুন করে প্রথমে ফেনী এরপর চট্টগ্রামে চলে যান। সেখান থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে কুমিল্লা থেকে রাব্বি হোসেনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, নিহত কিশোর ও অভিযুক্ত রাব্বি হোসেন দুইজনই পাম্পের কর্মচারী। তাদের মধ্যে ক্রেতাদের কাছ থেকে পাওয়া বকশিশ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। এরপর ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনার একটি সিসিটিভি ক্যামেরা ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এ ঘটনায় মারুফের মা বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com