কুমিল্লা থেকে শিশু চুরি, ৯ ঘণ্টা পর চট্টগ্রাম থেকে উদ্ধার
কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহাত নামে ৭ মাসের এক শিশু চুরির ৯ ঘণ্টা পর চট্টগ্রাম নগরী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাহমুদা আক্তার (৩০) নামে এক নারীকে আটক করা হয়েছে।
শনিবার (১৩ মে) রাত ৮টায় চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। শিশু নিহাত উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আটক মাহমুদা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহপুর গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলা বলেন, শনিবার সকালে রামকৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী শিউলী আক্তার ছেলেকে সঙ্গে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। বেলা ১১টার দিকে কৌশলে মাহমুদা আক্তার শিশু নিহাতকে কোলে নেন। এক পর্যায়ে তাকে নিয়ে পালিয়ে যান। শিউলী আক্তার ছেলেকে না দেখে পুলিশকে জানান।
ওসি আরও বলেন, ঘটনার বিস্তারিত জানার পর তথ্য প্রযুক্তির সহায়তায় রাত ৮টায় চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।