কুমিল্লায় ‘অনলাইন প্রতারক চক্রের হোতাসহ’ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলার পুলিশ সুপার মো. আব্দুল মান্নান।
এর আগে মঙ্গলবার রাতে লাকসাম পৌরসভার দক্ষিণ বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পশ্চিম বেতাগাঁও মজুমদার বাড়ির সৌরভ আলী মজুমদার শুভ (২২), তার সহযোগী একই এলাকার আনিসুল হক শাহীন (১৯) এবং লাঙ্গলকোটের মক্রবপুর এলাকার সাকিব হোসেন (১৯)।
এ সময় তাদের কাছ থেকে আইফোন, স্যামসাংসহ বিভিন্ন ব্র্যান্ডের আটটি মোবাইল ফোন জব্দ করা হয় হলে পুলিশ জানায়।
পুলিশের দাবি, চক্রটি দীর্ঘদিন ধরে ফেইসবুকে ভুয়া পেইজ খুলে মোবাইল ফোনসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে অর্থ হাতিয়ে নিচ্ছিল।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া ফেইসবুক আইডি থেকে মার্কেটপ্লেসে বিভিন্ন গ্রুপে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য মোবাইল ফোনের লোভনীয় বিজ্ঞাপন দিত। এসব পোস্টে মোবাইল ফোন এক্সচেঞ্জ করারও অফার দেওয়া হয়। তখন ওইসব মার্কেটপ্লেস থেকে কেউ ফোন ক্রয় বা এক্সচেঞ্জ করলে কৌশলে ক্রেতাদের ফোন নম্বর সংগ্রহ করে চক্রের সদস্যরা।
এর কয়েকদিন পর চক্রের সদস্যদের ভুয়া নিবন্ধিত ফোন নম্বর থেকে পুলিশ পরিচয়ে ক্রেতাদের সরলতার সুযোগ নেওয়া হত।
পুলিশ সুপার আরও জানান, সম্প্রতি এমনই এক প্রতারণার শিকার হন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিম উদ্দিন আরশাদ নামে এক যুবক।
প্রতারক একজন লাকসাম থানার এসআই তারেক পরিচয়ে ফোন দিয়ে আরশাদের ক্রয় করা মোবাইল ফোনটি খুন হওয়া এক ব্যক্তির বলে জানান।
চক্রটি আরশাদের কাছে থাকা ফোনটি ‘খুনের আলামত হিসেবে সংরক্ষণ করতে হবে’ বলার পাশাপাশি ১৫ হাজার টাকা দাবি করে।
না হলে আরশাদকে হত্যা মামলার আসামি করা হবে বলে হুমকি দেওয়া হয়।
আরশাদ ভয়ে প্রতারকদের দেওয়া বিকাশ নম্বরে টাকা এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস লাকসাম শাখায় স্যামসাং এ৭১ সিরিজের মোবাইল ফোনটি পাঠান। কিন্তু একই দিনে প্রতারকরা আবারও টাকা দাবি করলে আরশাদের সন্দেহ হয়। তিনি লাকসাম থানার ওসির সরকারি নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানান।
পুলিশ সুপার আরও বলেন, পরে লাকসাম থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় ও বিভিন্ন কৌশল অবলম্বন করে ওই তিন তরুণকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের আটটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মোবাইল ফোনগুলো অনলাইন প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে বলে আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান।
অনলাইন প্রতারণার ফাঁদ পাতা চক্রের বাকি সদস্যদের খুঁজে বের করতে আটকদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ উপস্থিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com