পারিবারিক কলোহের জেরে মাকে হত্যা করে মরদেহ সুটকেসে ভরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে এক নারী। এমন ঘটনায় তাজ্জব হয়েছে স্থানীয় পুলিশ।
ঘটনাটি ঘটেছে সোমবার, ভারতের বেঙ্গালুরু রাজ্যে।
পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুতে পরিবার নিয়ে একটি ফ্ল্যাটে থাকেন ৩৯ বছর বয়সী ঐ নারী। পেশায় ফিজিয়োথেরাপিস্ট নারীর সঙ্গে তার মায়ের নিত্য ঝগড়া, ঝামেলা চলত। সোমবার রাগের মাথায় তিনি মাকে হত্যা করেন। তারপর মায়ের দেহ সুটকেসে ভরে সোজা পৌঁছে যান বেঙ্গালুরুর একটি থানায়। পুলিশকে জানান, তিনিই মাকে খুন করেছেন।
তাকে গ্রেফতার করেছে পুলিশ।
ফ্ল্যাটে নারীর স্বামী উপস্থিত ছিলেন না। তার শাশুড়ি ছিলেন। কিন্তু তিনি খুনের কথা টের পাননি। পুলিশ থেকে তাকে প্রথম ঘটনার কথা জানানো হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com