বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে ও নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (১৬ জুন) সকালে বিক্ষোভ শেষে পৌর শহরের পুরাতন আদালত মাঠে সমাবেশ করেন তারা। এ সময় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) মৃত্যুর পর তার জানাজা না পড়ানোর ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে জেলা শাখার সহ-সভাপতি আলহাজ মাওলানা আবুল হাসান বুখারী বলেন, যে সিইসি বলেছেন সায়েখ চরমোনাই কী ইন্তেকাল করেছন, সেই সিইসি একদিন না একদিন ইন্তেকাল করবেন। কিক্তু বাংলার কোনো হাক্কানি আলেম চরমোনাইয়ের কোনো অনুসারী ওই সিইসির জানাজা পড়বে না, পড়াবেও না।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন- জেলা শাখার সহ-সভাপতি হাওলাদার মোহাম্মাদ সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ বোখারী, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি আনছার উল্লাহ আনসারীসহ অন্যরা।
বিক্ষোভ সমাবেশ শেষে পুরাতন আদালত মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পিডিএস মাঠে গিয়ে শেষ হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com