লিবিয়ার রাজধানী বেনগাজিতে ১১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আবু তালহা (১৩) দ্বিতীয় হয়েছেন। গত মঙ্গলবার (১৩ জুন) ১১৬ দেশের প্রতিযোগির মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন তালহা।
পূর্ণ কুরআন হিফজ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করে প্রায় ২ লাখ লিবিয়ান দিনার বা প্রায় ৪৪ লাখ টাকা পুরস্কার পান তিনি। আবু তালহার বাড়ি সিলেটে। তার বাবার নাম আব্দুল খালেক। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী সোহাইব আব্দুল কারিম (লিবিয়া) পেয়েছেন ৫০ হাজার ডলার, দ্বিতীয় বিজয়ী আবু তালহা আব্দুল খালেক (বাংলাদেশ) ৪০ হাজার ডলার, তৃতীয় বিজয়ী আব্দুল আজিজ বিন মুনিব বিন সুলাইমান (ওমান) ৩০ হাজার ডলার। এ ছাড়া চতুর্থ (ইরাক) ২০ হাজার ডলার ও পঞ্চম স্থান অধিকার করে কেনিয়ার বিজয়ী পেয়েছেন ১০ হাজার ডলারের সমপরিমাণ দিনার।
হাফেজ আবু তালহার সঙ্গে বেনগাজিতে তার শিক্ষক যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল শাইখ নেছার আহমেদ আন নাছিরি জানান, আলহামদুলিল্লাহ আমার প্রিয় ছাত্র হাফেজ আবু তালহা খুব ভালো তেলাওয়াত করে পুরস্কার পেয়েছে। আমরা খুবই আনন্দিত। এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ। তিনি বলেন, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করে তালহা।
জানা গেছে, বেনগাজি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন ড. সাদিক মুহাম্মদ আবদুল্লাহ (ইয়েমন) ড. আব্দুল জলিল আল-মাহদী (লিবিয়া) ও ড.আব্দুল বারী আল-আলামী (সোমালিয়া)।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com