আজ তাসকিন আহমেদের করা ফুলার লেন্থের ডেলিভারিটা আফগান ব্যাটার জহির খানকে ফাঁকি দিয়ে কিপার লিটন দাসের গ্লাভসে জমা পড়ল। দেখে মনে হচ্ছিল, বল জহিরের ব্যাট ছুঁয়েছে। তাই শেষ উইকেট তুলে বিজয়ের উল্লাসে মেতে উঠল বাংলাদেশ দল। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট পাওয়ার আনন্দে সেজদাও দিয়ে ফেললেন তাসকিন।
কিন্তু, তখন নাটকের তো কেবল শুরু...! ক্রিকেটে সাফল্য পেতে ভাগ্যের একটা ব্যপার থাকে- তা আজ হাড়ে হাড়ে বুঝলেন তাসকিন আহমেদ। আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসের ৩৩তম তথা শেষ ওভারের তৃতীয় বলে জহির খান আউট হয়েছেন ভেবে বাংলাদেশ যখন জয়ের আনন্দে মত্ত, তখনই রিভিউ নিয়ে বসেন ব্যাটার।
টিভি রিপ্লে দেখে আম্পায়ার তাকে নটআউট ঘোষণা করেন। বলটা জহিরের ব্যাটে লাগেনি। হয়ত রেগেমেগেই পরের বলটি ফুলটস করলেন তাসকিন। ব্যাটার জহির খান বলের লাইনই বুঝতে পারলেন না। তার স্টাম্প ছত্রখান হয়ে গেল! আবারও আনন্দে মেতে উঠল বাংলাদেশ শিবির। আবারও পাঁচ উইকেট পাওয়ার আনন্দে ভাসলেন তাসকিন।
কিন্তু কোথায় কী? তাসকিনের ফুলটস বলটি কোমরের উপরে থাকায় নো বল ডেকে বসলেন আম্পায়ার! আবারও স্বপ্নভঙ্গ্। তাসকিন যেন আরও তেতে উঠলেন। পঞ্চম বলে তাসকিন আহমেদের খাটো লেংথের ডেলিভারি আঘাত করল জাহির খানের বাহুতে।
ব্যথায় কাতরাতে কাতরাতে উইকেট থেকে সরে গেলেন আফগান ব্যাটার। তার আর ব্যাট করার অবস্থা ছিল না। বাংলাদেশ জিতে গেল ৫৪৬ রানের রেকর্ড ব্যবধানে। পাঁচ উইকেট না পেলেও ৩৭ রানে ৪ উইকেট টেস্টে তাসকিনের ক্যারিয়ারের সেরা বোলিং।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com