কুমিল্লার লালমাইয়ে কুমিল্লা সুপার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মামুন হোসেন (২০) নামের এক তরুণে মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও ৬জন যাত্রী।
রবিবার (৯জুলাই) সকালে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক সড়কের হরিচর নামক স্থানে কুমিল্লা সুপার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মামুন জেলার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউপি তপৈয়া গ্রামের বাচ্ছু মিয়ার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার ভোর সকালে মামুন পাসপোর্ট করার উদ্দেশ্যে বন্ধু বাছিরকে সঙ্গে নিয়ে কুমিল্লা সুপার পরিবহনের বাসে করে সকাল ৬টায় কুমিল্লা যাওয়ার উদ্দেশ্য নাঙ্গলকোট ছেড়ে যায়। কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক সড়কের লালমাই উপজেলা হরিচর নামক স্থান পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উলটে যায়।
বাসে থাকা মামুন চাপা পড়ে ঘটনা স্থলেই মারা যান। এদিকে বাস ড্রাইবার ও হেলপার পালিয়ে যায়।
বাসে থাকা যাত্রী বাছির বলেন, আমি আর মামুন পাসপোর্ট করার জন্য কুমিল্লা রওনা করি। কুমিল্লা সুপার পরিবহনের বাসটি ড্রাইভার অনেক দ্রুতগতিতে চালাচ্ছেন। লালমাই উপজেলার হরিচর পার হলে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এতে মামুন বাস থেকে লাফ দেয়ার চেষ্টা করলে বাসের চাপা পড়ে ঘটনা স্থলেই মারা যান।
এ বিষয়ে নিহতের পিতা বাচ্চু মিয়া বলেন, তিন মেয়ে ও এক ছেলের মধ্যে মামুন মেজো। অভাব অনটনের সংসার। একমাত্র ছেলেকে বিদেশ পাঠাব সেই আশা নিয়ে পাসপোর্ট করার জন্য কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়ে মামুন। পাশের গ্রামের তার বন্ধু বাছিরকে সঙ্গে নিয়ে যায়। সকাল ৮টার পরে ফোন আসে মামুন বাস এক্সিডেন্ট করেছে। দ্রুত ঘটনা স্থলে গিয়ে দেখি ছেলে মারা গেছে। মানে হয় আকাশ ভেঙে মাথায় পড়েছে। মুহূর্তের মধ্যে সকল স্বপ্ন শেষ হয়ে গেল।
এ বিষয়ে লাকসাম হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির আইসি মোরশেদুল আলম ভূঁইয়া বলেন, ঘটনার পর পরই পুলিশ ঘটনা স্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাশাপাশি বাসটিও জব্দ করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com