কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী ইরফান আনোয়ার তুষার দুইটি রেকর্ড গড়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস নাম লিখিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চবার ড্রাম স্টিক ঘুরিয়ে তিনি এ রেকর্ডগুলো করেন।
গত ২১ মার্চ বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে তিনি রেকর্ড দুটি করেন। প্রথম রেকর্ডটিতে ৩০ সেকেন্ডে সর্বোচ্চ ৬৫ বার তিনি ড্রাম স্টিক ঘুরিয়ে এবং দ্বিতীয় রেকর্ডটি এক মিনিটে ১২৫ বার ঘুরিয়ে রেকর্ড দুটি গড়েন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এর বিষয়টি ওয়েবসাইট সূত্রে জানা যায়।
জানা যায়, রেকর্ডটি করার জন্য গত জানুয়ারি মাসের ২২ তারিখ তিনি আবেদন করেন। পরে ২১ মার্চ তিনি এ রেকর্ড করলে গত ৭ জুলাই ই-মেইলে তাকে বিষয়টি নিশ্চিত করেন গিনেস বুক।
এ বিষয়ে তিনি বলেন, আমি প্রথম বিশ্বরেকর্ডটি আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাসিন্দা কেন্ট চ্যাইপার্ট (Kent Cypert) এবং দ্বিতীয় বিশ্বরেকর্ডটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা ব্রান্ডেন ক্যালবাই (Brendan Kelbie) এর কাছ থেকে ছিনিয়ে আনি বাংলাদেশে। অর্থাৎ, একটি রেকর্ড মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরেকটি রেকর্ড অস্ট্রেলিয়ার কাছ থেকে নিয়ে আসতে সক্ষম হয়েছি। যার মালিক এখন বাংলাদেশ।
আনন্দ প্রকাশ করে তিনি বলেন, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের মত সম্মানীয় একটি জায়গায় নিজের নাম লেখাতে পেরে আমি খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত। লাল সবুজের পতাকা হাতে দেশের প্রতিনিধিত্ব করতে পারা গর্বের। এ রেকর্ড করতে অনুপ্রেরণা দিয়েছে আমার দুই বন্ধু মো আশিকুর রহমান এবং রবিউল আলম। জাহিদ স্যার সর্বোচ্চটুকু দিয়ে আমাকে এই রেকর্ড করতে সহযোগিতা করেছেন। কারিগরি এবং মানসিক সাপোর্ট দিয়ে পাশে ছিল ছোট ভাই তমাল।
বিশ্বরেকর্ড দুইটি উৎসর্গ করে তিনি বলেন, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের পরম শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ড. কুদরত এ খোদা স্যারকে। যিনি আমার হৃদয় গহীনে আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদার আসনে আসীন হয়ে আছেন। পাশাপাশি এই গৌরবময় অর্জন আমি উৎসর্গ করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ এই বাংলার সকল পরম শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের প্রতি।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com