এবার কিশোরগঞ্জের হোসেনপুরে হেলিক্প্টারে বিয়ে করতে গিয়ে ভুল ঠিকানায় নেমেছেন বর। আজ বৃহস্পতিবার ২০ জুলাই বিকেলে পৌর এলাকার ৩৪ নম্বর ধূলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পতিত জমিতে ঠিকানা হারিয়ে হেলিকপ্টারটি অবতরণ করে। মুহূর্তেই হেলিকপ্টারটি দেখতে ভিড় করেন আশপাশের হাজারো গ্রামবাসী।
জানা যায়, ময়মনসিংহের ভালুকা থেকে এক যুবক হোসেনপুর উপজেলার চরকাটিহারে গ্রামে বিয়ে করতে আসার কথা। কিন্তু ঠিকানা হারিয়ে হেলিকপ্টারটি ধূলজুরী গ্রামের পতিত জমিতে অবতরণ করে। সেখানে প্রায় ১৫ মিনিটের মতো অবস্থান করেছিল হেলিকপ্টার।
এদিকে সরেজমিনে দেখা যায়, হেলিকপ্টারে বরসহ চারজন যাত্রী ছিলেন। পরে সঠিক ঠিকানায় উড়াল দেয় হেলিকপ্টারটি। ধূলজুরী গ্রামের মো. রিটন মিয়া বলেন, হেলিকপ্টারটি ভুল করে এখানে এসে পড়ে। প্রথমে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। পরে গিয়ে দেখতে পেলাম এটার ভেতর বরযাত্রী।
এ সময় ১০ম শ্রেণির ছাত্র নাইম জানায়, জীবনে প্রথম বাস্তবে হেলিকপ্টার দেখলাম। এটি ভুল করে এখানে এসে পড়েছে। এদিকে হোসেনপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিল মিজবাহ উদ্দীন মানিক হেলিকপ্টার অবতরণের সত্যতা নিশ্চিত করেছেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com