কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি একই এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী রাশেদা বেগম (৫৫)। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, গোহারুয়া গ্রামে রাশেদা তার বেলজিয়াম প্রবাসী ছেলে বেলাল হোসেনের স্ত্রীসহ একই ঘরে বসবাস করতো। কিছুদিন আগে তার পুত্রবধূ গোহারুয়া গ্রামে বাবার বাড়িতে যান। পরে বুধবার সন্ধ্যায় বাড়ির লোকজন বৃদ্ধা রাশেদার ঘরে গোংরানির শব্দ শুনে সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় জায়নামাজে পড়ে থাকতে দেখে। এ সময় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, বুধবার রাতে শুনেছি রাশেদা বেগমকে দুর্বৃত্ত হত্যা করে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, বুধবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com