বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন, কারাগারে আটক আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ও শীর্ষ নেতৃবৃন্দসহ আটক ওলামায়েকেরামের মুক্তি, দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরে তা মানুষের ক্রয় ক্ষমতার নিয়ে আসার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৮ জুলাই) নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনোহরপুর এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতের ইসলামির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।
বিক্ষোভ মিছিলে এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মোহাম্মদ মোছলেহ উদ্দিন, মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি কাউন্সিলর মোশারফ হোসাইন, কামারুজ্জামান সোহেল, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, মোহাম্মদ হোসাইন ও কাজী নজীর আহম্মেদ প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, বর্তমান বাংলাদেশে মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, ভাতের অধিকার ও স্বাভাবিক জীবন যাপনের কোনো অধিকার নেই। মানুষ স্বাধীনভাবে কনো মত প্রকাশ করতে পারে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। জামায়াত মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেয়ার টেকার সরকারের অধিনেই হতে হবে। কেয়ার টেকার সরকারের অধিনেই জামায়াতে ইসলামি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। অবিলম্বে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতৃবৃন্দদেরকে মুক্তির দাবি আদায়ে জামায়াতে ইসলামির সর্বস্তরের নেতাকর্মিদের রাজপথে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com