গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুরকে বেধড়ক পেটানোর অভিযোগ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। ডাকসুর সাবেক এই ভিপি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গিয়েছিলেন।
বুধবার (২ আগস্ট) বিকেলে শাহবাগ থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে গেলে এ ঘটনা ঘটে। মিছিলটি টিএসসির মোড়ে এলে কিছু যুবক মোটরসাইকেল মহড়া দিয়ে এর গতিরোধ করে। পরে নুরের ওপর হামলা চালান তারা। তবে নূরের দলের সদস্যদের অভিযোগ এর আগে, টিএসসিতে আগে থেকেই অবস্থান নিয়েছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় নুরের ওপর হামলা করে তাকে কিল-ঘুসি এবং লাথি মারতে দেখা যায়। পরে ছাত্র অধিকারের নেতাকর্মীরা বাংলা একাডেমির সামনের সড়ক দিয়ে সেখান থেকে চলে যান।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com