ফেনীর সোনাগাজী মধ্যম বাখরিয়া আল হেরা বায়তুল আমান জামে মসজিদের খতিবকে একটি মোটরসাইকেল উপহার দিয়েছেন মসজিদ পরিচালনা কমিটি। শুক্রবার (১ সেপ্টেম্বর) জুমার নামাজের পরে খতিব মাওলানা জহিরুল হকের হাতে এ উপহার তুলে দেন কমিটির সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন সোনাগাজী পৌর কাউন্সিলর মো. মোস্তফা, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল আজিজ, সহ-সভাপতি মো. মাঈন উদ্দিন, একরামুল হক, ফকির আহাম্মদ, সাধারণ সম্পাদক হাফেজ নিজাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, নূরনবী, নাসির উদ্দিন, কামাল উদ্দিন, জসিম উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ প্রমুখ।
মোটরসাইকেল উপহার পেয়ে মাওলানা জহিরুল হক জানান, যখন দেশের বিভিন্নস্থানে আলেম-ওলামাদের জন্য দোয়া করার কারণে ইমাম ও খতিবদের চাকরিচ্যুত করা হচ্ছে, ঠিক সেই সময়ে আমার যাতায়াতের সুবিধার জন্য মসজিদ পরিচালানা কমিটির উদ্যোগে একটি মোটরসাইকেল উপহার দিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে আমাকে ঋণী করেছেন। আমি আবেগ আপ্লুত। এ উপহারের মাধ্যমে সমাজের প্রতি মুসলিম উম্মাহর আস্থা ও সম্মান বৃদ্ধি পাবে।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল আজিজ বলেন, এলাকার প্রবাসী, যুব সমাজ ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের অর্থায়নে এক লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে খতিবকে একটি মোটরসাইকেল উপহার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। এভাবে প্রতিটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সম্মানিত করা হলে আলেম ওলামারা উৎসাহিত হবেন। সাধারণ সম্পাদক হাফেজ নিজাম উদ্দিন বলেন, আমরা চাই দেশের সব আলেম ওলামাদের প্রাপ্য মর্যাদা দেওয়া হোক। সম্মানের সাথে তারা চাকরি করুক।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com