নিখোঁজের দু’দিন পর কুমিল্লা জেলা বরুড়া উপজেলার একটি পরিত্যক্ত বাড়ি থেকে মো. ইব্রাহিম খলিল (৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নেরপোমতলা গ্রাম থেকে লাশ উদ্ধার করে বরুড়া থানা পুলিশ। নিহত ইব্রাহীমের গ্রামের বাড়ি বরুড়া পৌরসভার পাঠান পাড়া। পাঠান পাড়া আল কোরআন মাদরাসায় প্রথম শ্রেণীতে ছাত্র ছিলেন। সে দুবাই প্রবাসী মাসুদের ছেলে।
জানা যায়, সকালে বাড়ির মালিক মকবুল হোসেন তার পরিত্যক্ত বাড়িতে গিয়ে দেখতে পান নতুন মাটি। নতুন মাটি দেখায় প্রতিবেশীকে ডেকে নতুন মাটি দেখান তিনি। পরে মাটি সরিয়ে দেখে একটি মৃত ব্যক্তির হাত দেখা যায়। পরে বিষয়টি স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মো. খলিলুর রহমানকে জানালে তিনি থানাকে অবহিত করেন। তাৎক্ষণিকভাবে অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেন ঘটনাস্থলে গিয়ে মাটি সরিয়ে লাশটি উদ্ধার করেন।
উল্লেখ্য, ইব্রাহীম গত সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। নিহত ইব্রাহিমের মা জেসমিন আক্তার ৫ সেপ্টেম্বর বরুড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। গত তিনদিন ধরে নিখোঁজের সন্ধান পেতে মাইকিং করেছে তার পরিবার।
এ বিষয় বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com