রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ৮টা ৫৫ মিনিটে মতিঝিলের সেনা কল্যাণ ভবনে আগুন লাগার সংবাদ পাই আমরা। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com