অপরাধ স্বীকার করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছেও আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী। তিনি বলেন, চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে বিএনপি চেয়ারপারসনকে আপিল বিভাগে আবেদন করতে হবে। রাষ্ট্রপতির কাছেও আবেদন করতে পারবেন।
সোমবার (২ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারা অনুযায়ী খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। এ কারণে তাকে আত্মসমর্পণ করে কারাগারে গিয়ে জামিন ও বিদেশে চিকিৎসার জন্য আপিল বিভাগে আবেদন করতে পারেন। এছাড়া অন্য কোনো আদেশ দেওয়ার আর কোনো সুযোগ নেই। তবে খালেদা জিয়া তার দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছেও আবেদন করতে পারেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com