হায়দরাবাদে মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষে ম্যাচজয়ী সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তার দুর্দান্ত ইনিংসে ভর করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতে পাকিস্তান। রিজওয়ানের অপরাজিত ১২১ বলে ১৩১ রানে পাকিস্তান ৩৪৫ রানের লক্ষ্য ছোঁয় ৬ উইকেট ও ১০ বল হাতে রেখে। এদিকে নিজের বিশেষ এই সেঞ্চুরি গাজার মানুষের প্রতি উৎসর্গ করেছেন পাকিস্তানের তারকা এই ক্রিকেটার।
বুধবার (১১ অক্টোবর) টুইটে রিজওয়ান লিখেছেন, ‘এই সেঞ্চুরি গাজার ভাইবোনদের জন্য।’ ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। এর ফলে সেখানকার প্রায় ২৩ লাখ বাসিন্দার জীবনে নেমে এসেছে চরম দুর্দশা। প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ।
‘গাজার ভাইবোনদের’ সেঞ্চুরি উৎসর্গ করে রিজওয়ান আরও লেখেন, ‘দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি। পুরো দলকেই কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে আবদুল্লাহ শফিক ও হাসান আলিকে। তারাই ম্যাচটিকে সহজ করেছে। যেভাবে হায়দরাবাদের মানুষ আমাদের সমর্থন দিয়েছে, তাদের কাছেও কৃতজ্ঞ।’
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com