কয়েকদিন ধরেই সমালোচনার টেবিলে রয়েছে অভিনেত্রী আঁচল আখির নাম। সামাজিক মাধ্যমে তার মুন্ডুপাত করছেন কুমিল্লার মানুষজন। কুমিল্লাকে ইতর বলায় এই ক্ষোভ তাদের। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন আঁচল।
সমালোচনার জবাবে আঁচল বলেন, ‘এটা আমার কথা না, যার কাছে শুনি সেই ইতর বলে কুমিল্লাকে। আর ওই অনুষ্ঠানে মজা করেই বলেছিলাম। আমরা সবাই জানি একেক অঞ্চলের মানুষকে একেক নামে ডাকা হয়। যেমন খুলনার অধিকাংশ মানুষকে অন্য জেলার মানুষজন কৃপণ বলেন। এতে মাইন্ড করার কিছু নেই। কুমিল্লার মানুষই বলে যে তাদের ইতর বলা হয়।’
কণ্ঠশিল্পী সৈয়দ অমিকে বিয়ে করেছেন আঁচল। অমির বাড়ি কুমিল্লা। বিষয়টি টেনে অভিনেত্রী বলেন, ‘তা ছাড়া কুমিল্লায় আমার শ্বশুরবাড়ি। তাদের সঙ্গে না মিশলে আমি জানতাম না কুমিল্লার মানুষ এত ভালো। আমার শ্বশুরবাড়ির লোকজনের ব্যবহারে আমি মুগ্ধ। আমি নিজেও ভগ্যবান এমন একটি পরিবার (অমির পরিবার) পেয়ে। কিন্তু কেন তাদের ইতর বলা হয় জানি না। হয়তো পূর্বের কোনো ঘটনাকে কেন্দ্র করে বলা হয়। তবে আমি বিষয়টি মজা করেই বলেছি।’
আঁচল মনে করেন এ নিয়ে কুমিল্লাবাসীর কষ্ট পাওয়ার কিছু নেই। তিনি বলেন, ‘আমি মনে করি না এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু আছে। কেননা তারাও জানেন তাদের এটা (ইতর) বলা হয়। আমি নিজ থেকে যদি গালমন্দ করতাম তাদের তাহলে একটা কথা ছিল। আমি কুমিল্লা গেছি, থেকেছি, তাদের সঙ্গে মিশেছি। তাদের নিয়ে আমার মন্তব্য হচ্ছে, কুমিল্লাবাসী ভালো মানুষ, তারা বেশ ধার্মিক।’
কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশনে আঁচলকে প্রশ্ন করা হয়, কুমিল্লার মানুষকে এক কথায় কী বলে? জবাবে তিনি বলেন, কুমিল্লার মানুষকে সবাই তো ‘ইতর’ বলে। এরপর এই অভিনেত্রী বলেন, কেন এমনটা বলা হয় সেটা তো জানি না। কিন্তু আমাকে যখন কেউ জিজ্ঞেস করে শ্বশুরবাড়ি কোথায়— এর জবাবে যদি বলি ইতর তা হলেই বুঝে যায়। এরপর তারাই বলে, ‘ও আচ্ছা কুমিল্লা।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমার মনে হয় কুমিল্লার জন্য এই শব্দটা ট্রেডমার্ক করা।’ এরপরই নেটমাধ্যমে আঁচলের সমালোচনায় মুখর হয় অনেকে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com