হাইকোর্টে স্থগিত থাকার পরও বিচারিক আদালতে চার্জ গঠন করে বিভিন্ন নির্দেশনা দিয়ে আদালত অবমাননার দায়ে কুমিল্লা জেলা জজ আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (বিচারক) সোহেল রানাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।
আগামী ৭ দিনের মধ্যে তাকে ঢাকার সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। তিনি ওই ঘটনার পর পরই বদলি হয়ে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন।
একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার এ অর্থ সুপ্রিম কোর্টে জমা দেওয়ার জন্য বলেছেন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি মাসুদ হাসান দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রায়ের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com