আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ জয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে বাংলাদেশ। তবে পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে শোচনীয়ভাবে। দুই ম্যাচেই মুদ্রার দুটি পিঠ দেখা বাংলাদেশ আজ তৃতীয় ম্যাচে মাঠে নামছে চলতি আসরে টানা দুই জয়ে দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে।
কিউইরা যেখানে দুই জয়ে আত্মবিশ্বাসী, বংলাদেশ সেখানে পিছিয়ে শেষ ম্যাচে ভরাডুবি হার এর সঙ্গে টপ অর্ডারের ব্যর্থতা। এমন অবস্থায় আজ চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে বংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন লিটন দাস।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৬ রান।
এর আগে বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশের। শেখ মেহেদীর জায়গায় দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বিশ্বকাপের সেমিফাইনালে খেলার মিশনে টাইগারদের সামনে এখন কিউই পরীক্ষা। সেমির দৌড়ে টিকে থাকতে সে পরীক্ষায় পাস ভিন্ন উপায় থাকলেও ফেল করলে দিতে হবে কঠিন মাসুল।
এই ম্যাচের আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ড চলতি বিশ্বকাপে দুটি করে ম্যাচ খেলে। সেই দুই ম্যাচে টানা জয় পায় নিউজিল্যান্ড।
আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে স্রেফ উড়িয়ে দেয় নিউজিল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে উড়িয়ে দেয় কিউইরা।
অন্যদিকে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে আসরের শুভ সূচনা করে। তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে পাত্তা পায়নি টাইগাররা।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com